দিনাজপুরের কাহারোলে “পরিষ্কার-পরিচ্ছন্নতা গ্রাম আমাদের গর্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৫। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রামে এই অভিযানের উদ্বোধন করা হয়।
এই কার্যক্রমের আয়োজন করে ইউনিয়ন পরিষদ, গ্রাম উন্নয়ন কমিটি, পরিবেশবান্ধব গ্রাম কমিটি, সিবিও এবং যুব শিশু ফোরাম। পুরো অভিযানে সহযোগিতা প্রদান করেছে কাহারোল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অভিযানের নেতৃত্ব দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কাহারোল এরিয়া প্রোগ্রামের ম্যানেজার লাভলী বিশ্বাস লাকী ও প্রোগ্রাম অফিসার অ্যালবুবুস সরেন। তারা জানান, “পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয়, এটি একটি অভ্যাস। সমাজের প্রতিটি স্তরে যদি পরিচ্ছন্নতার চর্চা গড়ে ওঠে, তবে পরিবেশ যেমন সুরক্ষিত থাকবে, তেমনি মানুষের জীবনমানও উন্নত হবে।”
স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নেন। তারা বাড়ি-ঘর, রাস্তা, বাজার ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য গ্রামীণ পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই উদ্যোগকে স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলো স্বাগত জানিয়েছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে কাহারোল উপজেলাকে একটি মডেল পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।