পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণী ও অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জুবায়ের ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর এজিএস ফেরদৌস আল হাসান, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক মো. জাকারিয়া হোসাইন, ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি মো. ইমরান খান, ইন্দুরকানী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাতুল, বর্তমান সভাপতি মো. আশরাফুল ইসলাম এবং সেক্রেটারি কে এম রাহাতুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি হারুনুর রশিদ রাফি তার বক্তব্যে বলেন, “ছাত্রদের সংগ্রামের মূল বিষয় হওয়া উচিত মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিজের অবস্থান তৈরি করা। ঘুষ দিয়ে চাকরি নেওয়া মানে ভবিষ্যতে ঘুষ খাওয়ার মানসিকতা তৈরি করা। সমাজকে বদলাতে হলে নিচের দিক থেকেই পরিবর্তন শুরু করতে হবে।”
শিক্ষার্থীরা জানান, ছাত্রশিবিরের এমন একটি সুন্দর ও শিক্ষণীয় অনুষ্ঠানের অভিজ্ঞতা তাদের আগে কখনও হয়নি। তারা বলেন, “এই আয়োজনে আমরা অনুপ্রাণিত হয়েছি। সংগঠনটি আমাদের শিক্ষণীয় দিকনির্দেশনা, শিক্ষা উপকরণ ও ক্যারিয়ার পরামর্শ দিয়েছে, যা আমাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।”
ইন্দুরকানী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আশরাফুল ইসলাম বলেন, “ইন্দুরকানী কলেজ প্রতিষ্ঠার পর গত চার দশকে এমন বড় আয়োজন সম্ভব হয়নি। ২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আমরা পরিকল্পনা নিয়ে কাজ করছি এবং আজ সেটি বাস্তবে রূপ নিয়েছে। এর আগে আমরা কলেজে একটি হেল্প ডেস্কও চালু করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ অনুষ্ঠানে উপস্থিত থেকে শতাধিক নবীন শিক্ষার্থী ও অতিথিরা করতালির মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে ইন্দুরকানী সরকারি কলেজে ছাত্রশিবির কেবল শিক্ষার্থীদের স্বাগতই জানায়নি, বরং তাদের জীবনের সঠিক দিকনির্দেশনা ও ক্যারিয়ার পরিকল্পনা তৈরির সুযোগও করে দিয়েছে।