ভারতসহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এ অবস্থায় বাংলাদেশ সরকারও সতর্ক অবস্থান নিয়েছে। তারই অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জোরদার করা হয়েছে স্বাস্থ্যবিধিভিত্তিক নিরাপত্তা ও সচেতনতামূলক পদক্ষেপ।
সোমবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ। তিনি বলেন, “স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন করছি।”
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে থার্মাল স্ক্যানার ও মেডিক্যাল টিমের মাধ্যমে। ‘নন-টাচ’ পদ্ধতিতে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে যেন সংক্রমণের ঝুঁকি কমানো যায়।
টার্মিনালের স্পর্শকাতর এলাকাগুলোতে যাত্রী ও স্টাফদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ মাস্ক ও গ্লাভস সংরক্ষণে রাখা হয়েছে।
যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিমানবন্দরে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা প্রদর্শন ও প্রচার কার্যক্রম চলমান রয়েছে। টার্মিনালের বিভিন্ন স্থানে পোস্টার, ডিজিটাল স্ক্রিন ও মাইকের মাধ্যমে নিয়মিত বার্তা প্রচার করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতর গত ৪ জুন দেশে সব স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই নির্দেশনার আলোকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।