দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ঠাকুর মনি দেবনাথ (রুদ্র) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুর মনি ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঠাকুর মনির স্থায়ী বাড়ি বিরল উপজেলার তরঞ্জা এলাকায় হলেও বর্তমানে সে পরিবারসহ কাহারোল উপজেলার সদরের নিজিয়া গ্রামে বসবাস করত। তার বাবা শ্যামল দেবনাথ এলাকায় পরিচিত ব্যক্তিত্ব।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, দুপুরে ঠাকুর মনি আরও তিন বন্ধুকে সঙ্গে নিয়ে উপজেলা চত্বরে ঘুরতে যায়। পুকুরের পাড়ে হাত ধরাধরি করে দৌড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে ঠাকুর মনি এবং তার বন্ধু জিষ্ণু পানিতে পড়ে যায়। অপর দুই বন্ধু দ্রুত জিষ্ণুকে উদ্ধার করলেও ঠাকুর মনি পানির গভীরে তলিয়ে যায়। দুই বন্ধু ও আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি।
তাৎক্ষণিকভাবে বীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তারা ঠাকুর মনিকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়।
হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরাও এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।