২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে লাভের মুখ দেখেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। দীর্ঘদিন লোকসানে থাকা এই সরকারি বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানটি চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৫৮ কোটি ৩২ লাখ ১৩ হাজার ১৭৫ টাকা মুনাফা করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেসকো এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিদ্যুৎ সচিবের দিকনির্দেশনা মোতাবেক বর্তমান বোর্ডের কার্যকর নেতৃত্বের কারণেই ডেসকো আবার ঘুরে দাঁড়াচ্ছে।
সংস্থাটি জানায়, ডেসকোর চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে দক্ষ ব্যবস্থাপনা ও সুশাসনের ফলে প্রতিষ্ঠানটির আর্থিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন এসেছে। একসময় ধারাবাহিক লোকসান গোনা প্রতিষ্ঠানটি বর্তমানে মুনাফায় ফিরেছে।
গত বুধবার অনুষ্ঠিত ডেসকোর পরিচালনা পর্ষদের ৫১৮তম সভায় এই সাফল্যের জন্য বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম সকল কর্মকর্তা-কর্মচারীকে অভিনন্দন জানান। সভায় উপস্থিত ছিলেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ধারাবাহিকভাবে আধুনিক প্রযুক্তির ব্যবহার, অপচয় রোধ ও কার্যকর রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করছে ডেসকো।