বাংলাদেশ থেকে পাকিস্তানে সরাসরি আকাশযোগ আরও একধাপ এগোতে যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে—এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ–কে তিনি এই তথ্য জানান।
পাকিস্তানের ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার ইকবাল হুসাইন বলেন, “হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় বিমান সংস্থা করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।”
তিনি আরও জানান, ভারতীয় আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একই নিয়মেই চলবে যেমন ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে থাকে। এতে ফ্লাইট পরিচালনায় কোনো জটিলতা থাকবে না।
যদিও বাংলাদেশের ফ্লাইট চালুর প্রস্তুতি এগিয়ে চলছে, পাকিস্তানি এয়ারলাইনসের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। ভারতের আকাশসীমা ব্যবহার নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানি উড়োজাহাজ ঢাকায় আসতে পারছে না। ফলে শিগগিরই তাদের ফ্লাইট চালুর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বক্তৃতায় ইকবাল হুসাইন খান দক্ষিণ এশিয়ার বাণিজ্য, আঞ্চলিক সংযোগ ও সহযোগিতার বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “সীমিত প্রবেশাধিকার, সীমান্তে বিধিনিষেধ ও আঞ্চলিক রাজনীতি এখনো এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় বাধা।”
ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট শুরু হলে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক যোগাযোগ, বাণিজ্য এবং মানুষের চলাচল আরও সহজ হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ রুট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।