খুলনার দিঘলিয়া উপজেলায় অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ, অবৈধ দখলমুক্তকরণসহ জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইউএনও মোঃ হারুন অর রশিদ।
সভায় ইউএনও বলেন, “মাদক ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় হুমকি। এগুলো রোধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। পাশাপাশি খেয়াঘাট ও ফেরিতে অতিরিক্ত টোল উত্তোলন বন্ধে কঠোর নজরদারি চালানো হবে।”
তিনি আরও বলেন, সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করা, বাজার তদারকি বৃদ্ধি, এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিতভাবে কাজ করাই এখন প্রশাসনের মূল অঙ্গীকার। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মাহাবুবুল আলম, ওসি (তদন্ত) প্রবীর, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্ত মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, এবং দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
সভায় বিভিন্ন দপ্তর তাদের নিজস্ব ক্ষেত্রের সমস্যা, অগ্রগতি ও সমাধানকল্পে মতামত তুলে ধরেন। একসঙ্গে কাজ করলে দিঘলিয়া উপজেলাকে আরও মাদকমুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মত দেন অংশগ্রহণকারীরা।