খুলনার দিঘলিয়ায় অনুষ্ঠিত ওলামা ও সুধী সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “দেশের মানুষ ভোট ডাকাত, চাঁদাবাজ ও দখলবাজদের প্রত্যাখ্যান করেছে। সৎ, যোগ্য ও আল্লাহভীরু আলেম-ওলামাদের ক্ষমতায় দেখতে চায়।” তিনি আরও বলেন, এ দেশের মানুষ সব দলের শাসন দেখেছে। কিন্তু কোনো দলই জনগণকে শান্তি দিতে পারেনি। নিজেদের ভাগ্যের উত্থান ঘটালেও সাধারণ মানুষের উন্নয়ন হয়নি। তাই মানুষ এখন ইসলামী শক্তির ঐক্য চায় এবং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিঘলিয়া উপজেলা সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলন ২০২৫-এ তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম বলেন, “আগামীর সংসদ হবে আলেম-ওলামাদের সংসদ, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। জনগণ সৎ ও আল্লাহভীরু নেতৃত্বই চায়।” তিনি মৌলিক রাষ্ট্র সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার, জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান, সংখ্যানুপাতিক ভোটপদ্ধতিতে (PR) জাতীয় নির্বাচন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, খুলনা জেলা সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিশ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মুজিবুর রহমান এবং জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগরী সেক্রেটারি মুফতি গোলামুর রহমান, জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানসহ স্থানীয় ওলামা-মাশায়েখ, সুধীজন ও বিপুল সংখ্যক জনতা।