যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো যুব সমাবেশ ২০২৫। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ উপজেলা ভিত্তিক সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার (৮ অক্টোবর) আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “দেশের যুব সমাজ আজ অধিকার বঞ্চিত, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হলো বাংলাদেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার রোডম্যাপ।”
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এক বছরের মধ্যে এক কোটি যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এ অঞ্চলের বহু কল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় জনগণ কর্মহীন হয়ে পড়েছে, বিএনপি সরকার গঠন করলে এসব কারখানা পুনরায় চালু করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
আজিজুল বারী হেলাল বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করেছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এখন আরেকটি দল জুলাই চেতনাকে হাইজ্যাক করার চেষ্টা করছে। বিএনপি জুলাই চেতনার অনুকূল সব দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ। বিশেষ বক্তা হিসেবে জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি বলেন, “নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুবদল ঘরে ফিরে যাবে না।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুন, মোল্লা খাইরুল ইসলাম, অহিদুজ্জামান রানা, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, এবং জেলা মহিলা দলের নেত্রী এডভোকেট তসলিমা খাতুন ছন্দা ও সেতারা বেগম।
সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহী স্পিকার, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপি সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, মোল্লা বিল্লাল হোসেন, শরীফ ইকবাল হোসেন, গাজী জাকির হোসেন, মনিরুল গাজী, জনি, টুটুল, লিটনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
সমাবেশে বক্তারা যুব সমাজের প্রতি আহ্বান জানান—ভোটের অধিকার পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।