২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত খুলনার দিঘলিয়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দিঘলিয়া শাখা। রবিবার (২০ জুলাই) বিকেল ৫টায় আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ৭২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, কামরুজ্জামান টুকু, মোল্লা খাইরুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। প্রধান অতিথি আজিজুল বারী হেলাল তাঁর বক্তব্যে বলেন, “এই শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব তৈরি করবে। তাদের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়ন করতে পারলেই একটি শিক্ষিত, সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শিক্ষা ও মেধাবিকাশে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে ছিল আনন্দঘন পরিবেশ ও মিলনমেলার আবহ। বক্তারা আরও বলেন, এসএসসি পরীক্ষায় সফলতা শুধু ব্যক্তির নয়, এটি পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হিমেল গাজী। দিঘলিয়াবাসীর কাছে এটি এক গর্বময় ও স্মরণীয় আয়োজন হয়ে থাকবে।