রাজধানীতে নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার বিকেলে ওয়্যারলেস বার্তায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নির্দেশ দিয়েছেন—কেউ যানবাহনে আগুন দিতে বা ককটেল নিক্ষেপ করে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করা হবে। ডিএমপির অপরাধ বিভাগের একজন উপকমিশনার নিশ্চিত করেছেন যে কমিশনার সরাসরি বেতার বার্তায় এই নির্দেশ দেন।
ডিএমপি কমিশনার বলেন, “আমি ওয়্যারলেসে বলেছি—কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।” তার এই বক্তব্যের পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৬ ও ১৭ নভেম্বর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেয়। এর আগে দলটি ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ ঘোষণা করেছিল। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
এই কর্মসূচিগুলোর আগে থেকেই রাজধানীসহ বিভিন্ন জেলায় বাসে-ট্রেনে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণসহ একাধিক নাশকতার ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।