অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয় দফায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (২৫ মে ২০২৫) বিকেল ৫টায় রাজধানীর যমুনা সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের প্রথম ধাপে প্রধান উপদেষ্টা ১০ জন রাজনীতিবিদের সঙ্গে মতবিনিময় করেন। এই ধাপে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
এরপর সন্ধ্যা ৬টার পর দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেন ইসলামী দলগুলোর নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকট, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, ও নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবনা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে শনিবার (২৪ মে) প্রথম দফার বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন রাজনৈতিক সমঝোতার পথ তৈরি হতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ভিত্তি তৈরি করতে চান।