বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে শুল্ক-কর পরিশোধের প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ বিভাগ যৌথভাবে চালু করেছে ‘এ-চালান’ সেবা। এখন থেকে করদাতারা ঘরে বসেই ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন অনলাইনে শুল্ক-কর জমা দিতে পারবেন।
শনিবার (৫ জুলাই) এনবিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের কাস্টমস সিস্টেম আসিকুডা ওয়ার্ল্ড ও অর্থ বিভাগের IBAS++ প্ল্যাটফর্মের মধ্যে সফল প্রযুক্তিগত সংযোগের মাধ্যমে করদাতারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরকারি কোষাগারে অর্থ জমা দিতে পারবেন। ফলে রাজস্ব তাৎক্ষণিকভাবে তহবিলে পৌঁছাবে, যা আগের মতো কয়েক দিনের অপেক্ষার প্রয়োজনীয়তা দূর করবে।
নতুন এই এ-চালান সিস্টেমে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, উপায়, রকেট, এমক্যাশ ও ট্রাস্টপে মাধ্যমে পেমেন্ট করা যাবে। এছাড়া দেশের ৬১টি ব্যাংকের ১১,৭০০ শাখা থেকেও শুল্ক-কর পরিশোধ করা যাবে। পেমেন্ট শেষে পাওয়া রসিদের মাধ্যমে দ্রুত পণ্য খালাসও সম্ভব হবে।
চট্টগ্রাম কাস্টম হাউসে ১ ও ২ জুলাই প্রশিক্ষণ শেষে ৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এ-চালান সেবার মাধ্যমে শুল্ক আদায় শুরু হয়। প্রথম দিনেই ৭৫টি বিল অব এন্ট্রির বিপরীতে ১৩ কোটি টাকার বেশি রাজস্ব সরাসরি কোষাগারে জমা পড়ে।
এর আগে পরীক্ষামূলকভাবে কমলাপুর ICD ও পানগাঁও কাস্টম হাউসে এই সেবা চালু করা হয়েছিল। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সব কাস্টম স্টেশনে এই সেবা চালু করা হবে।
এনবিআর বলছে, এ-চালান সেবা রাজস্ব আহরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। একই সঙ্গে পণ্য খালাস প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং সরকারি অর্থ ব্যবস্থাপনাকে আরও দক্ষ করে তুলবে।