ঝিনাইদহে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী মাহাবুব হত্যা মামলায় প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে রবিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার গভীর রাতে শহরের আদর্শপাড়া এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া রবি জেলার সদর উপজেলার কালা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে হত্যা মামলার প্রধান আসামি রবি আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে। পরে র্যাব সেখানে অভিযান চালায় এবং পালানোর সময় রবিকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা কম্বোডিয়া প্রবাসী মাহাবুবের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যার ঘটনায় নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে রোববার রাতে নাম উল্লেখ করে ১৩ জন এবং অজ্ঞাত ১০–১২ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। রবি ওই মামলার প্রধান আসামি।
গ্রেফতারের ঘটনাটি এলাকায় স্বস্তি ফিরিয়েছে এবং পুলিশ বলছে, মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।