রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বৌবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মুহূর্তের মধ্যে আগুন বস্তির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে সেখানে আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যে।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির জটিলতা বিবেচনায় আরও চারটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিক ধারণা করা হচ্ছে, ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন ছড়িয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পাই। আমাদের ১১টি ইউনিট বর্তমানে কাজ করছে। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি।”
আগুনের তীব্রতা বেশি হওয়ায় বস্তির ভেতরে থাকা বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচুর পানি ও রসদ ব্যবহারের পাশাপাশি ঘটনাস্থলে অতিরিক্ত জনবল পাঠানো হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের উৎস নিশ্চিত করা সম্ভব হবে।