ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের পিড়াগাতি গ্রামে দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই মানবিক সেবার আয়োজন করা হয়। স্থানীয় মানুষের উপস্থিতিতে চশমা বিতরণ অনুষ্ঠানে ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসাদুজ্জামান, সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন মোল্লা এবং ইউনাইটেড কমিউনিটি ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, শৈলকুপার বিভিন্ন ইউনিয়নে বসবাসরত দুঃস্থ ও অসহায় রোগীদের আগেই বিনামূল্যে ছানি অপারেশন করানো হয়েছিল। সেই সব রোগীসহ মোট ২০০ জনের চোখের দৃষ্টি পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান করা হয়। এতে বহু হতদরিদ্র মানুষ নতুনভাবে পরিষ্কারভাবে দেখার সক্ষমতা ফিরে পেয়েছেন।
আয়োজকদের মতে, এই উদ্যোগ মূলত সমাজের পিছিয়ে থাকা মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধ থেকেই নেওয়া হয়েছে। দৃষ্টিশক্তির অভাবে কর্মক্ষমতা হারানো বা দৈনন্দিন জীবনে সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়ানোই ছিল কর্মসূচির প্রধান উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার কথা জানান ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।