প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৫, ৫:৩০ পি.এম
ডিসেম্বর ২০২৫ থেকে জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি
দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর ২০২৫ মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোমবার (১ ডিসেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিশ্ববাজারে তেলের মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী এই সমন্বয় করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী: ডিজেল: ১০২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১০৪ টাকা প্রতি লিটার, অকটেন: ১২২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১২৪ টাকা প্রতি লিটার, পেট্রল: ১১৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১২০ টাকা প্রতি লিটার, কেরোসিন: ১১৪ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১১৬ টাকা প্রতি লিটার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই দাম বৃদ্ধির ফলে সাধারণ যানবাহন, ট্রাক ও ব্যবসায়িক খাতে সরাসরি প্রভাব পড়তে পারে। তবে মন্ত্রণালয় বলেছে, এটি আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হয়েছে। সরকারি সংশোধিত ফর্মুলার মাধ্যমে দাম স্থিতিশীল রাখা এবং বাজারে মূল্যশৃঙ্খলা বজায় রাখাই প্রধান লক্ষ্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত