দিনাজপুরের কাহারোল উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৮২টি উন্নত জাতের ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণী সম্পদ দপ্তর চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব ছাগল ও উপকরণ হস্তান্তর করা হয়।
মোট ৯১টি নৃ-গোষ্ঠী পরিবার এ কর্মসূচির আওতায় সহায়তা পেয়েছে। তাদের স্বনির্ভরতা বৃদ্ধি, আয় সৃষ্টির সুযোগ সহজ করা এবং টেকসই জীবিকা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপকারভোগীদের হাতে একাধিক ছাগল ও প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী সেহান বীশ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. আবু সরফরাজ হোসেন, মৎস্য কর্মকর্তা মোছা. জোবায়দা নাসরীন, ভেটেরিনারি সার্জন ডা. মো. আসাদুজ্জামান শুভ প্রমুখ।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. আবু সরফরাজ হোসেন জানান, “উন্নত জাতের ছাগল বিতরণের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান অব্যাহত থাকবে।” স্থানীয়রাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মনে করেন—এ ধরনের প্রকল্প ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।