গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলায় কারফিউর সময় বৃদ্ধি করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জারিকৃত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশ অনুযায়ী, শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জ জেলার সর্বত্র কারফিউ বলবৎ থাকবে। তবে এই সময়ের মধ্যে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখা হবে।
এর আগে, এনসিপির পদযাত্রা ও জনসভাকে কেন্দ্র করে বুধবার রাত থেকে গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল। এই সময়ের মধ্যে শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া গেছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো নিশ্চিত সংখ্যা জানানো হয়নি।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে। জননিরাপত্তা ও শান্তি রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা কারফিউ শিথিল সময়কে কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের চেষ্টা করছেন। তবে টানাটানির পরিস্থিতি এখনো বিরাজ করছে।
প্রসঙ্গত, এনসিপি কর্তৃক ঘোষিত পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে একাধিক রাজনৈতিক সংগঠনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের ব্যর্থতা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এই সহিংসতার মূল কারণ।