প্রথম দিনের শেষ বিকেলে ভারতের দাপট থাকলেও দ্বিতীয় দিন পুরো ছবিই পাল্টে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনে মুথুরান সামি (মুতুসামি) ও মার্কো ইয়ানসেনের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৪৮৯ রান সংগ্রহ করেছে। এর ফলে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করে তারা ভারতের ওপর বড় চাপ সৃষ্টি করেছে।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের খেলা শুরু করে ৬ উইকেটে ২৪৭ রান নিয়ে। সকাল সেশনেই মুতুসামি ও কাইল ভেরেইনার দেখান অনবদ্য ধৈর্য। প্রথম ঘণ্টায় মাত্র ২৮ রান তুললেও ভারতের বুমরা, সিরাজ ও কুলদীপদের কড়া বোলিং মোকাবিলা করে তাঁরা উইকেট অটুট রাখেন। ১২১ বল খেলে মুতুসামি পূর্ণ করেন ক্যারিয়ারের অন্যতম সেরা ফিফটি। ভেরেইনারও শুরুর সতর্কতার পর আস্থা বাড়িয়ে ব্যাটিং করতে থাকেন।
দ্বিতীয় সেশনে ইয়ানসেন এসে ম্যাচের রঙ একেবারে বদলে দেন। মুতুসামির সঙ্গে তাঁর ৯৪ রানের শক্ত জুটি ভারতের বোলারদের ক্লান্ত করে তোলে। মধ্যাহ্নভোজের বিরতির সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪২৮/৭। এই সেশনে তারা ২৬ ওভারে তোলে ১১২ রান—যা ইনিংসকে এগিয়ে নিয়ে যায় দারুণ গতিতে।
শেষ সেশনে সিরাজ ভাঙেন ১০৭ বলে ৯৭ রানের জুটি। মুতুসামি ফেরেন ১০৯ রানে। তবে ইয়ানসেন ছিলেন আরও বেশ আক্রমণাত্মক। জাদেজাকে দুটি ছক্কা এবং সিরাজকে চার-ছক্কায় শাসন করে ৯৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত কুলদীপের বলে ইনসাইড-এজ হয়ে তাঁর ইনিংসের সমাপ্তি ঘটে।
শেষ চার উইকেটে দক্ষিণ আফ্রিকা যোগ করে আরও ২৪৩ রান—যা ম্যাচে তাদের প্রভাব আরও শক্তিশালী করে।
প্রথম ইনিংসে ৪৮৯ রানের পাহাড় সমান টার্গেটে জবাব দিতে নেমে ভারত ৬.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান তোলে। যশস্বী জয়সাওয়াল ৪* এবং লোকেশ রাহুল ৩* রানে অপরাজিত আছেন। এখনো ৪৮০ রানে পিছিয়ে ভারত।
দক্ষিণ আফ্রিকা – প্রথম ইনিংস: ৪৮৯ (মুতুসামি ১০৯, ইয়ানসেন ৯৩; কুলদীপ ৪/১১৫, বুমরা ২/৭৫)
ভারত – প্রথম ইনিংস: ৯/০ (জয়সওয়াল ৪*, রাহুল ৩*)