জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, "আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি। কিন্তু অর্থনৈতিক কাঠামো এখনও ধরা-ছোঁয়ার বাইরে। কুমিল্লার অনেক উপজেলায় আওয়ামী লীগের টাকা দিয়েই বিএনপির রাজনীতি চলছে।"
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লায় জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, শহীদ ও বীর সন্তানদের স্মরণে আয়োজিত জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, “বিএনপির ভাইয়েরা আমাদের শত্রু মনে করবেন না, আমরা যা বলছি তা আপনাদের ভালোর জন্য। কুমিল্লার বিভিন্ন উপজেলা এখন আওয়ামী লীগের টাকায় পরিচালিত। সব দলের রাজনীতি এই টাকার কাছে বিক্রি হয়ে গেছে।”
এসময় তিনি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেন, "যারা হত্যাকাণ্ডে জড়িত, তারা জামিনে বেরিয়ে শহীদদের বাড়ির সামনে ঘোরে। আপনি বলুন, কে কাকে জামিন দিচ্ছে? জানুয়ারি মাসেই দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের কথা ছিল, এখন মে মাস, এখনও তা হয়নি। এটা শুধু আমাদের নয়, আপনারও ব্যর্থতা।"
তিনি বলেন, “আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। তবে খুনিদের বিচার হবে এবং সেই বিচার হবে অন্তর্বর্তী সরকারের প্রথম সংস্কার হিসেবে।”
হাসনাত আরও বলেন, "বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মানবিক করিডোর নিয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে। আমরা কোনো ধোঁয়াশা চাই না। ভারতের, আমেরিকার বা পিণ্ডির আধিপত্য আমরা বাংলাদেশে মানব না।"
আওয়ামী লীগের সহযোগী ১৪ দল নিয়ে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেন তিনি। বলেন, “আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু বিচার, পুনর্বাসন, কর্মসংস্থান—কোনো কিছুতেই অগ্রগতি নেই। রাস্তায় না নামা পর্যন্ত সরকার নড়ছে না।”
এ সমাবেশে বিএনপি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। আয়োজন করে কুমিল্লা জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।