পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে মৎস্যজীবীদের সচেতন করা হয় এবং নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিলন তালুকদার, ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম শহীদ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুন কাজীসহ বিভিন্ন সাংবাদিক ও মৎস্যজীবীরা।
বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মা ইলিশ আহরণ, সংরক্ষণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ থাকবে। এ সময়ে সরকারিভাবে ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। আইন অমান্য করলে জেল-জরিমানা সহ শাস্তির মুখোমুখি হতে হবে।
তারা আরও জানান, এই নিষেধাজ্ঞা মেনে চললে দেশে পর্যাপ্ত ইলিশ উৎপাদন সম্ভব হবে। এর মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়ক হবে। বক্তারা জোর দিয়ে বলেন, শুধু মৌসুমি অভিযানে নয়, বর্ষব্যাপী মৎস্য আহরণের অন্যান্য নিষেধাজ্ঞাও যথাযথভাবে মানতে হবে।
সভায় মৎস্যজীবীদের আশ্বস্ত করা হয় যে, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে, যাতে তারা পরিবার নিয়ে জীবনযাপন করতে পারেন। পাশাপাশি এই সময়ে মৎস্য দপ্তর, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও সচেতন মহলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।