সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতি প্রবর্তনসহ পাঁচ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জামায়াতে ইসলামী।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় পিরোজপুর টাউন ক্লাব সড়কে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদীর পুত্র শামীম সাঈদী।
প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, “বাংলাদেশে অধিকাংশ দলই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে, কিন্তু কিছু রাজনৈতিক স্বার্থের কারণে এটি বাস্তবায়িত হচ্ছে না। মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ ভোটের প্রতিনিধিত্বে সংসদে আইন প্রণয়ন বৈধ হতে পারে না—এটি জনগণের অধিকারের পরিপন্থী।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই পদ্ধতি চালু হলে নির্বাচনে কারচুপির সুযোগ থাকবে না এবং প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে। পাশাপাশি জুলাই সনদের আইনি কাঠামোর মধ্যে নতুন নির্বাচন আয়োজন, সরকার কর্তৃক গুম-খুনের বিচার এবং ফ্যাসিবাদের দোসর রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”
তিনি সরকারের প্রতি পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “দাবি মানা না হলে দেশজুড়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন — জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ, পৌর আমির মাওলানা ইছাহাক আলী, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ ইমরান শেখসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন এখন সময়ের দাবি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।