পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—কালাইয়া গ্রামের শামসুল হক সিকদার (৬৫), তার স্ত্রী রওশন আরা বেগম (৫৫), ছেলে মহাসিন সিকদার (৩০) ও ফাইজুল সিকদার (২৫)। তারা বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হক সিকদারের সঙ্গে তার সৎ ভাই বাদশা সিকদারের দীর্ঘদিন ধরে দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ওই বিরোধের জেরে বাদশা সিকদারের পক্ষ নিয়ে একই এলাকার কুদ্দুস বিশ্বাস ও তার ছেলে শরিফুল বিশ্বাস, প্রতিবেশী ফারুক বিশ্বাস, জামাল মোল্লা, মোহাম্মদ বিন জামাল, কবির হাওলাদারসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্রসহ অতর্কিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়।
হামলার সময় শামসুল হক সিকদারের ছেলের বিকাশের দোকান ঘরেও ভাঙচুর চালানো হয়। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত শামসুল হক সিকদার বলেন, “আমার ভাই বাদশা সিকদারের সঙ্গে দুই শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। স্থানীয়ভাবে কয়েকবার সালিশ হয়েছে, যেখানে জমি মেপে দেখানো হয়েছে এটি আমার। তারপরও তারা হামলা চালিয়েছে।”
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, এ ধরনের বিরোধ বহুদিন ধরে চলে আসছে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় সংঘাতের আশঙ্কা রয়েছে।