পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২ হাজার ৫০০ মিটার ইলিশ ধরার জাল এবং ৬টি চড়গড়া জাল আটক করা হয়।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে আটককৃত এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে উপজেলার বলেশ্বর নদীর লাহুড়ী ও চর গাজীপুর এলাকায় এ জালগুলো আটক করা হয়। অভিযানের সময় অসাধু জেলেরা জাল ফেলে পালিয়ে যায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, “বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ২৫০০ মিটার ইলিশ ধরার জাল ও ৬টি চড়গড়া জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।”
তিনি আরও বলেন, “মা ইলিশ সংরক্ষণ অভিযানকালীন সময়ে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। ইলিশের প্রজনন মৌসুমে কেউ নিষিদ্ধ সময়ে ইলিশ ধরলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এসময় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, মা ইলিশ সংরক্ষণে স্থানীয় জনগণকে সচেতন করতে নিয়মিত অভিযান ও প্রচারণা চালানো হবে, যাতে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়।