প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৩:৩৫ পি.এম
ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত : পুলিশ ও জনতার আস্থার সেতুবন্ধন
পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) থানার উদ্যোগে বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। স্থানীয় জনগণের সঙ্গে পুলিশ প্রশাসনের আস্থা ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
বেলা ১১টা ৩০ মিনিটে ইন্দুরকানী থানা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মস্তান হাফিজ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী সদর ইউনিয়ন সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ ও জনসাধারণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এছাড়া সমাজ থেকে অপরাধ দূর করতে সাধারণ মানুষকে পুলিশের সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসন আশ্বাস প্রদান করে।
ওপেন হাউজ ডে উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। উপস্থিত জনসাধারণও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত