পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘ এক যুগ পর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পওাশী তালুকদার বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পওাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার ২০১১ সালে তালুকদার বাজারের পূর্বপাশের সরকারি সম্পত্তি দখল করে একটি সেমি পাকা ভবন নির্মাণ করেন। পরবর্তীতে ভবনটি ভাড়া দিয়ে ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা ভোগ করে আসছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে ব্যবসায়ীরা অভিযোগ করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অবশেষে বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ সেমি পাকা ভবনটি ভেঙে ফেলা হয় এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়। এসময় উপস্থিত স্থানীয়রা জানান, ক্ষমতার অপব্যবহার করে বাজারের সামনের গুরুত্বপূর্ণ জায়গা দীর্ঘদিন অবৈধভাবে দখল করে রেখেছিলেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদার বলেন, “জমিটি সরকারি হলেও রাস্তার জন্য জায়গা রেখে ভবন নির্মাণ করেছি। ভাঙার সময় উপস্থিত না থাকায় প্রশাসনকে বিষয়টি বুঝাতে পারিনি।”
উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী বলেন, “সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তা ভেঙে দখলমুক্ত করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”