দেশে ইন্টারনেট সেবায় বড় ধরনের স্বস্তির খবর জানাল সরকার। চলতি বছরের ১ জুলাই থেকে আইএসপি (Internet Service Provider) এবং আইআইজি (International Internet Gateway) পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, “আগামী ১ জুলাই থেকে আইএসপি ও আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমানো হবে। এর ইতিবাচক প্রভাব ধীরে ধীরে গ্রাহক পর্যায়েও পড়বে। মোবাইল অপারেটরদেরও এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
ফয়েজ আহমেদ তৈয়্যব আরও বলেন, “আমরা চাই বাংলাদেশের নাগরিকরা কম দামে মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা গ্রহণ করুক। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এটি একটি বড় পদক্ষেপ।”
উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
ইন্টারনেটের দাম কমার ফলে, শিক্ষা, ব্যবসা ও স্বাস্থ্য খাতে ডিজিটাল সুবিধা আরও সহজলভ্য হবে, নতুন উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য খরচ কমবে, সাধারণ ব্যবহারকারীরা আরও বেশি ডেটা ব্যবহার করতে পারবেন একই খরচে।
ইন্টারনেটের দাম কমবে—এমন ঘোষণা দেশে ডিজিটাল অন্তর্ভুক্তি ও তথ্যপ্রযুক্তি খাতের প্রবৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। সরকারের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে সাধারণ জনগণ থেকে শুরু করে উদ্যোক্তারা সবাই উপকৃত হবেন।