ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ‘শক্তিশালী’ সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসি অনুসারে, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই নির্দেশ দেন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি স্পষ্টভাবে লঙ্ঘন করেছে এবং জিম্মি ব্যক্তিদের মুক্তি বা মরদেহ হস্তান্তর শর্ত মানছে না।
তবে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইল গাজায় ভয়াবহ পদক্ষেপ নিতে মিথ্যার সহায়তা নিয়েছে। ১০ অক্টোবর দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই ইসরাইলি বাহিনী গাজায় হামলা শুরু করে। এর ফলে প্রতিদিনের হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৯৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
নেতানিয়াহুর এই পদক্ষেপ গাজায় সংঘাত আরও তীব্র করার আশঙ্কা তৈরি করছে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক অবস্থান নিয়েছে। গাজার সাধারণ মানুষ ভয়, অস্থিরতা ও মানবিক সংকটে পিষ্ট হচ্ছে, এবং সাম্প্রতিক ঘটনায় আহতদের চিকিৎসা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।