দিনাজপুর–০১ আসনের জামায়াতের এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান কাহারোল উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে তিনি কাহারোল উপজেলার সদরের কাহারোল বাজারে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, অটোরিকশা ও ভ্যানচালকসহ সাধারণ খেটে-খাওয়া মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে দোয়া ও ভোট প্রত্যাশা করেন।
গণসংযোগকালে প্রার্থী মতিউর রহমান বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমি কাজ করতে চাই। তাই সবার ভালোবাসা, দোয়া ও মূল্যবান ভোট চাই।”
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, যুব সমাজ ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে তিনি কাহারোল বাজার আমতলা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি কাহারোলের উন্নয়ন, জনসেবা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী মাঠে প্রার্থীদের গণসংযোগ জমে উঠেছে, তবে জামায়াতের এই প্রার্থীর প্রচারণায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।