পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে পৌর জামায়াতের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর আব্দুল মালেক মীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। পৌর সেক্রেটারি মো. আবুল বাশারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমীর সহকারী অধ্যাপক মো. আব্দুল জলিল শরীফ।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন—পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, উপজেলা নায়েবে আমীর মাওলানা আফজাল হোসাইন, উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, ছাত্রশিবিরের পৌর সভাপতি রাকিবুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেহেদী হাসান, তৌহিদুল ইসলাম রুমি, ইলিয়াস মৃধা এবং উপজেলা সাবেক সভাপতি আলী আজগর তালুকদার।
বক্তারা তাদের বক্তব্যে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা, ভোটারদের মাঝে গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে দেওয়া এবং আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও কর্মপন্থা তুলে ধরেন এবং মাঠপর্যায়ে কর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।