পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের জাবেদা খাতুন একাডেমি প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর শাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, সহকারী জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন এবং জাবেদা খাতুন একাডেমির প্রধান শিক্ষক সরিফুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়িতে রোপণ করতে পারে এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারে।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পরিবেশবান্ধব করে গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করা। পরিবেশ রক্ষার এই উদ্যোগকে উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা সাধুবাদ জানান।
এই কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন স্থানীয় পরিবেশ হবে সবুজ ও স্বাস্থ্যকর, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে গাছপালার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।