ঝিনাইদহে পরিবেশ রক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং বনজ-ভেষজ ও প্রাণবৈচিত্র্য রক্ষার ওপর জোর দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান। এতে অংশ নেন এফএনএফ ফার্মাসিউটিক্যালসের আনন্দ কুমার শীল, হোটেল মালিক সমিতির সহ-সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর ইকবাল, জামান জুট মিলসের প্রতিনিধি আব্দুল বাশের পলাশ, মেসার্স ফিউচার ভিশনের মনোয়ার হোসেন এবং সারফ এগ্রো ইন্ডাস্ট্রিজের লিগ্যাল অ্যাডভাইজার এম মনিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। এজন্য সরকারি-বেসরকারি সহযোগিতার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। তারা সবাইকে একযোগে এগিয়ে এসে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি টেকসই উন্নয়নের পথ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।