ঝিনাইদহের কালীগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় কালীগঞ্জ পৌরসভার শিবনগরে অবস্থিত এম এম বি এম ব্রিকস, এইচ এম বি এম ব্রিকস এবং ইশ্বরবা এলাকার এ এম বি এম ব্রিকস ভাটাগুলো এস্কেভেটরের সাহায্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। অভিযানে যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমান এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, "সরকারি বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইটভাটা পরিচালনার নিয়ম নেই। কিন্তু মালিকরা দীর্ঘদিন ধরে নিয়ম অমান্য করে অবৈধভাবে ভাটা পরিচালনা করে আসছিলেন। এজন্যই আজ তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।"
অভিযানের ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে এসেছে। তারা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।