পরিবেশ রক্ষায় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে শুরু হয়েছে শিক্ষার্থীদের উদ্যোগে পরিচ্ছন্নতা ও পলিথিন নিষিদ্ধ অভিযান। 'জুলাইয়ের চেতনায়' অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন তরুণ শিক্ষার্থী।
সোমবার (২৭ জুলাই) সকাল ৯টায় শহরের দেবদারু এভিনিউ এলাকা থেকে শুরু হয় এই পরিচ্ছন্নতা অভিযান। শিক্ষার্থীরা ঝাড়ু, কোদাল, বেলচা হাতে নিয়ে রাস্তা, ফুটপাত, বসার স্থান ও আশপাশের পরিবেশ পরিস্কার করেন।
এই অভিযানের নেতৃত্ব দেন শিক্ষার্থী ইলমা খাতুন। তিনি জানান, জেলা পরিষদের সহযোগিতায় তারা 'স্বচ্ছ শহর সজাগ ইতিহাস' শিরোনামে একটি সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে, যা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে শুধু পরিস্কার-পরিচ্ছন্নতা নয়, পলিথিনের ব্যবহার নিষিদ্ধে জনসচেতনতা তৈরিও করা হবে।
ইলমা বলেন, “পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা নিজেরা কাজ করছি যাতে অন্যরাও উৎসাহিত হয়। পরিচ্ছন্ন শহর গড়ার এই যাত্রায় সকলের অংশগ্রহণ জরুরি।”
আয়োজকরা জানিয়েছেন, পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। শিক্ষার্থীদের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যেও উৎসাহের সঞ্চার করেছে।
এই কার্যক্রম শুধুমাত্র শহরকে পরিচ্ছন্ন রাখার প্রয়াস নয়, বরং নাগরিক দায়িত্ববোধ, পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির একটি কার্যকর প্রচেষ্টা।