প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ২:৪২ এ.এম
ঝিনাইদহে দরিদ্র পরিবারের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে কর্মশালা অনুষ্ঠিত
ঝিনাইদহের ৫ লাখ ৪৪ হাজার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করার লক্ষ্যে একদিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগভুক্ত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় জেলার স্বাস্থ্য বিভাগ, সরকারি প্রতিনিধি, সদর হাসপাতালের শিশু ও গাইনী চিকিৎসকসহ এসডিএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক কায়মুন আক্তার মুনা, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান এবং জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রাণী।
দিনব্যাপী এ কর্মশালায় দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, গর্ভকালীন মাতৃমৃত্যু হ্রাস, শিশু অপুষ্টি প্রতিরোধ, সংক্রামক রোগ প্রতিরোধ এবং সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজকরা জানান, এসব উদ্যোগের মাধ্যমে ঝিনাইদহ জেলায় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা হবে এবং দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত