পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা স্টেডিয়াম থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির ও তানজিদ হাসান শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি। তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পিরোজপুর জেলা যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সমাবেশে নেতারা সংগঠনের প্রতিটি পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের মাধ্যমে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।