ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় শহরের মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য আনারুল ইসলাম রবি, বিএনপি নেতা আব্দুল আলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান রনি ও পৌর যুবদলের আহ্বায়ক শাহাজান আলী খোকনসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, “বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল বিএনপি। এই দলে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর ঠাঁই নেই। যদি কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।” তিনি দলের নেতাকর্মীদের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনায় বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় সংগ্রাম করে এসেছে। এ প্রতিষ্ঠা বার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনের অঙ্গীকার নতুন করে স্মরণ করার দিন।