ঝিনাইদহের কালীগঞ্জে ছয় লেন সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির বর্তমান বাজারমূল্যে ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমি মালিকেরা। সোমবার (২৬ মে) সকাল ১১টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অধিগ্রহণকৃত জমির মালিকরা এবং রাজনৈতিক নেতা-কর্মীরা। বক্তৃতা দেন নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, বিএনপি নেতা তবিবর রহমান মিনি, জালাল উদ্দিন, ও তৌহিদুল ইসলাম তোহিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদ রায়হান লাল্টু।
বক্তারা বলেন, “প্রায় ৩ বছর ধরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৪৭ কিলোমিটার ছয় লেন প্রকল্পে জমি অধিগ্রহণ চলছে। অথচ এখনো কেউ ক্ষতিপূরণ পাননি।”
তাদের অভিযোগ, সরকার ৪০-৫০ বছর আগের মৌজা মূল্য অনুযায়ী জমির দাম নির্ধারণ করতে চাইছে। ফলে তারা প্রকৃত বাজারমূল্যের চেয়ে অনেক কম ক্ষতিপূরণ পেতে চলেছেন।
একজন জমি মালিক বলেন, “আমরা মহাসড়ক চাই, উন্নয়ন চাই। কিন্তু আমাদের সম্পত্তির ন্যায্য মূল্য দিতে হবে। অন্যথায় পরিবার নিয়ে পথে বসতে হবে।”
মানববন্ধনে আরও দাবি করা হয়, মেইন বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভার করা হলে নিচের বাড়ি-দোকানগুলোর জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে, যা অপ্রয়োজনীয় ও অন্যায্য।
বক্তারা অভিযোগ করেন, “পূর্বের রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্দেশ্যমূলকভাবে কারও জমি প্রকল্পে যুক্ত করা হয়েছে। জেলা পরিষদের জমি বা পরিত্যক্ত স্থাপনা ব্যবহার করলেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব।”
জমি মালিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি অতিরিক্ত জমি অধিগ্রহণ বা প্রকৃত বাজারমূল্যে ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আমরা কঠোর কর্মসূচিতে যাব।”