ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ জনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন পরিচালিত এই মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। তারা পৌর শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ এবং সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকদের নিয়মনীতি পরিদর্শন করেন।
অভিযানকালে "অবির হোটেল" ও "রুমি হোটেল"–এর পরিচ্ছন্নতা, খাদ্য নিরাপত্তা, বিশুদ্ধ পানি ব্যবহার, বাসি তেল পুনর্ব্যবহার এবং উপাদানের মান যাচাই করে নির্দেশনা প্রদান করা হয়। হোটেল মালিকদের সতর্ক করে ভবিষ্যতে আরও সতর্ক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি মোটরসাইকেল চালকদের নিয়মিত হেলমেট ব্যবহার, সড়কের গতি নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা বিধান মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন— “জনস্বাস্থ্য রক্ষা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আইন মেনে চলার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।”
তার এমন মন্তব্যের মধ্য দিয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি এবং আইন প্রয়োগের গুরুত্ব স্পষ্ট হয়।