২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নারিকেল চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব রহমান রনি।
কর্মসূচির আওতায় ৫৫০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা দেওয়া হয়। এ ছাড়াও উপজেলার ১১৪টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০০টি নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, কৃষকদের নারিকেল চাষে উৎসাহিত করা, স্থানীয়ভাবে নারিকেলের চাহিদা পূরণ, পারিবারিক ও জাতীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা, উপজেলার কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আরও কৃষি প্রণোদনা কর্মসূচি চালু রাখার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।