ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নসিমন চালক ওমর আলী শেখ (৫০)–কে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে। শুক্রবার সকালে মোবারকগঞ্জ চিনিকল ফার্মের সড়কের পাশের একটি ডোবায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত ওমর আলী কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাটবেলাটপুর গ্রামের বাসিন্দা এবং ছাত্তার শেখের ছেলে। অল্প কয়েক মাস আগে নসিমন কিনে স্থানীয় বারোবাজার এলাকায় মাছ বহনের কাজ শুরু করেছিলেন তিনি।
বারোবাজারের শ্রমিক ইসমাইল জানান, “আমরা দু’জন একই জায়গায় কাজ করতাম। সকালে তাকে ফোন দিলে রিসিভ হচ্ছিল না। পরে জানতে পারি ওমর আলীকে হত্যা করা হয়েছে।” স্থানীয়দের ধারণা, তাকে কুপিয়ে ও পরে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হতে পারে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া রশি দিয়ে গলা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যা।”
পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।