ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭৬ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) বেলা ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ৬৮ কোটি ৩১ লাখ টাকা। অপরদিকে ব্যয়ের খাতে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ২৫ লাখ ৫১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ৬৬ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ, বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ প্রায় সমান রাখা হয়েছে।
আয়ের উৎসসমূহ, হাটবাজার ইজারা, নাগরিকসেবা, রাস্তা ও ড্রেন কাজের সরকারি বরাদ্দ, প্রশিক্ষণ, সভা ও সেমিনার আয়।
ব্যয়ের খাতসমূহ, রাস্তাঘাট ও ড্রেনেজ উন্নয়ন, স্ট্রিট লাইটিং, পানির সরবরাহ ব্যবস্থা, বস্তি উন্নয়ন, স্যানিটারি ব্যবস্থা।
পৌরসভা বাজেট সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক দেদারুল ইসলাম। বাজেট পাঠ করেন পৌর ইঞ্জিনিয়ার ও ভারপ্রাপ্ত সচিব হাসান কবির। সঞ্চালনায় ছিলেন পৌর স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর কবির।
আলোচনায় অংশ নেন— অধ্যক্ষ চিন্ময় বাড়ৈই, সাবেক মেয়র মাহাবুবুর রহমান, ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াত নেতা ওলিয়ার রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, আজাদ রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, ব্যবসায়ী নেতা আব্দুল আলিম প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।