দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রী কান্তজী মন্দির থেকে শ্রী রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ রাজ প্রথার চিরাচরিত নিয়মে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নৌপথে দিনাজপুর রাজবাড়ীতে গমন করেছে। শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছরই এই আয়োজন হয়, যা প্রায় তিন শত বছর ধরে চলে আসছে। এবছরও ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার ভোর থেকেই হাজার হাজার ভক্ত কান্তজী মন্দিরে সমবেত হন।
পূজা-অর্চনা শেষে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর কড়া নিরাপত্তায় যুগল বিগ্রহ কান্তজী ঘাটে নিয়ে যাওয়া হয়। এরপর ঢেপা নদী পথে নৌকা যোগে রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গমনকালে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন, সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা।
প্রথা অনুযায়ী রাজবাড়ী পৌঁছানোর পথে কালিয়া কান্তজীর নৌযান ঢেপা নদীর প্রায় ৪৬টি ঘাটে বিরতি নেবে, যাতে দুই পাড়ে অবস্থানরত হাজারো ভক্ত যুগল বিগ্রহের পূজা ও দর্শন করার সুযোগ পান। এই নৌযাত্রা দিনাজপুরের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য, যা স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের ভক্তদের মন জয় করে আসছে যুগ যুগ ধরে।