বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসা চলতে থাকলে আশা করা যায়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে এবং মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়া হতে পারে। তার চিকিৎসার তদারকি এবং নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে দেশীয় মেডিক্যাল বোর্ডের পাশাপাশি ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীনসহ কয়েকটি দেশের চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।
তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন, হাসপাতাল এলাকায় খালেদা জিয়াসহ অন্যান্য রোগীদের চিকিৎসার কাজে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করা হোক। তাই রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তার অবস্থার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসা পরিকল্পনা অনুযায়ী তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”