সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সরকারি বার্তায় এই তথ্য জানানো হয়। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনাও করেন তিনি।
বার্তায় উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য অগ্রগতির বিষয়ে খোঁজখবর রাখছেন এবং চিকিৎসার প্রতিটি ধাপে যাতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হয়—সে বিষয়ে সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ঘাটতি থাকতে দেওয়া হবে না, এবং সরকার তার জন্য সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত।
দেশের তিনবার নির্বাচিত এই সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক অনুপ্রেরণার প্রতীক। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।”
প্রফেসর মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও চিকিৎসকদের সার্বক্ষণিকভাবে সমন্বিত ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন, যাতে তার চিকিৎসায় কোনো বিলম্ব বা ত্রুটি না ঘটে।