অসুস্থ ছোট ভাইকে নিজের কিডনি দিয়ে জীবন বাঁচালেন হাসিনা বেগম নামে আপন বড় বোন। এমন বিরল দৃষ্টান্ত স্থাপনের ঘটনা ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা এলাকায়।
মঙ্গলবার (১৯আগষ্ট) দিবাগত রাত ১টার দিকে বড় বোন হাসিনা বেগম (৪৫) এর কিডনি ছোট ভাই হাসান বিশ্বাস (৩৮) এর দেহে সফলভাবে প্রতিস্থাপন করেন ঢাকা শ্যামলীর সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।
জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা এলাকার হাসান বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা নিতে গিয়ে কিডনি সমস্যা ধরা পড়ে। চিকিৎসক জানান, তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে বিধায় দ্রুত প্রতিস্থাপন করা প্রয়োজন। অনেক চেষ্টা করেও এর কোন ব্যবস্থা না হওয়ায় অবশেষে ভাইয়ের জীবন বাঁচাতে আপন বড় বোন হাসিনা বেগম কিডনি দিতে রাজি হয়। হাসিনা বেগম স্থানীর ইউপি সদস্য ও দুই সন্তানের জননী বলে জানা যায়।
কিডনি দানকারী বড় বোন হাসিনা বেগম বলেন,আমার ছোট ভাই হাসানের দুটি কিডনি অকেজো হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কোন ব্যবস্থা হচ্ছিল না। অবশেষে আমি আমার একটি কিডনি দিয়ে ভাইয়ের জীবন বাঁচিয়েছি। তাকে সুস্থ করতে পেরে আমার খুব ভালো লাগছে। ছোট ভাই হাসানের অবস্থা এখন সংক্রামুক্ত। আমাদের জন্য সকলের নিকট দোয়া চাই।
হাসিনা বেগমের স্বামী লিটন বলেন,বিগত সাত মাস আগে শ্যালক হাসান বিশ্বাসের কিডনি সমস্যা ধরা পড়ে। তার দুটি কিডনি নষ্ট হাওয়ায় আমার স্ত্রী হাসিনা বেগম একটি কিডনি দিয়ে ছোট ভাই হাসানের জীবন বাঁচিয়েছে। ভাই বোন উভয়ই এখন সংক্রামুক্ত। এ ব্যাপারে আমরা সকলের নিকট দোয়া চাই, যাতে সবাই মিলেমিশে বসবাস করতে পারি।