বাগেরহাটের রামপাল ও মোংলার সাধারণ মানুষ বিশ্বাস করেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হাইকমান্ড এবার সঠিক মূল্যায়ন করবেন তাঁদের প্রিয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম-এর। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন; বরং গরিব, দুঃখী, মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন, রামপাল–মোংলার মানুষের আস্থার প্রতীক।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে দেশের বিভিন্ন আসনে প্রার্থীদের নাম ঘোষণার পরও বাগেরহাট–১, ২ ও ৩ আসনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি দলের কেন্দ্রীয় হাইকমান্ড। তবে স্থানীয় জনগণ মনে করছেন—দল এবার সেই নেতাকেই মূল্যায়ন করবে, যিনি দীর্ঘ ৩৯ বছরের রাজনীতিক জীবনে ত্যাগ ও আদর্শের এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন।
রাজপথে আন্দোলনের সময় তিনি তিনবার গুলিবিদ্ধ, ৩৬টি মিথ্যা মামলায় অভিযুক্ত, ১৪ বার গ্রেফতার, এবং ৭ বার রিমান্ডে অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন। তবুও ন্যায়ের পথে, দলের প্রতি ভালোবাসা ও মানুষের কল্যাণে তিনি কখনো পিছিয়ে যাননি। এমনকি স্ত্রীর মৃত্যুর সময়ও ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনীর বাধার কারণে শেষবারের মতো পাশে থাকতে পারেননি তিনি।
দলীয় সূত্রে জানা যায়, শামীমুর রহমান শামীম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করছেন এবং জিয়া পরিবারের প্রতি তাঁর আনুগত্য ও ভালোবাসা আজ কিংবদন্তির মতো।
দীর্ঘ ১৭ বছরের নিরলস সংগ্রাম, সংগঠনের প্রতি নিবেদন ও কর্মীদের পাশে থাকার ধারাবাহিকতায় তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন নির্ভীক ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে। রামপাল–মোংলার প্রতিটি গ্রামে তাঁর উপস্থিতি মানে মানুষের সেবা, উন্নয়ন ও মানবিক সহায়তার হাত।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, “কৃষিবিদ শামীমুর রহমান শামীমের মতো নিবেদিত নেতা খুব কমই আছে। তিনি দলের দুঃসময়ে যেমন পাশে ছিলেন, তেমনি কর্মীদের সুখ-দুঃখেও পাশে থেকেছেন।”
রামপাল–মোংলার মানুষের দৃঢ় বিশ্বাস— “বিএনপির হাইকমান্ড এবার নিশ্চয়ই তাঁর ত্যাগ, আনুগত্য ও রাজপথের সংগ্রামের সঠিক মূল্যায়ন করবেন।”
তাদের মতে, তিনি কেবল একজন রাজনীতিক নন, বরং জনতার প্রেরণা, আদর্শের প্রতীক এবং রামপাল–মোংলার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা। তাঁর নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ব্যবধানে বিজয়ী হবে—এমন বিশ্বাস এখন সাধারণ মানুষের হৃদয়ে গেঁথে গেছে।