সারাদেশে চলমান নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতিবাদে ঝিনাইদহে আইনজীবী ঐক্যপরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভ মিছিলটি জেলা আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় বার ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আইনজীবী রাশেদ হাসান জাহাঙ্গীর, এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি এবং জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস. এম. মশিউর রহমান।
আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশ্বাস, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি দবির হোসেন, ইসলামী লইয়ারস কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম, আইনজীবী ফোরামের সদস্য সচিব আকিদুল ইসলাম, সাবেক সম্পাদক শামছুজ্জামান লাকি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ইশারত হোসেন খোকন, আইনজীবী ঐক্যপরিষদের আহ্বায়ক রাশিদুল হাসান জাহাঙ্গীর, সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, আব্দুল আলিম ও অ্যাডভোকেট রাকিবুল হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “দেশে চলমান নৈরাজ্যের জন্য দায়ী ফ্যাসিস্ট চক্রকে রুখে দিতে হবে। ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, আর তার দোসররা দেশে অগ্নিসংযোগ ও সন্ত্রাস চালাচ্ছে।”
তারা আরও বলেন, জনগণ এখন জেগে উঠেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে। বক্তারা সকল আইনজীবী ও নাগরিক সমাজকে একত্রিত হয়ে নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।এ সময় জেলা আদালত প্রাঙ্গণ ‘নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ’ স্লোগানে মুখর হয়ে ওঠে।
এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে ঝিনাইদহের আইনজীবীরা দেশে আইনের শাসন, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।