পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগম স্থানে দিনব্যাপী এসব কার্যক্রমে অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচিতে তিনি এফ. করিম আলিম মাদ্রাসা, বিজিএস মহিলা দাখিল মাদ্রাসা, সরকারি ইন্দুরকানী কলেজ, সরকারি ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পিএস (পঞ্চগ্রাম সম্মিলনী) মাধ্যমিক বিদ্যালয় এবং পওাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি বিভিন্ন হাট-বাজার ও জনসমাগমস্থলে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেন।
শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে মাসুদ সাঈদী বলেন, “একটি দেশের উন্নয়ন নির্ভর করে সুশিক্ষিত ও যোগ্য নেতৃত্বের ওপর। শিক্ষার্থীদেরকে নৈতিকতা, সততা ও আদর্শের শিক্ষা নিতে হবে। আর শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্মকে চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”
তিনি আরও বলেন, “শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্মান ও দায়িত্ববোধ থাকলে দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।”
এসময় সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও উপজেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।